প্রধান শিক্ষকের বাণী:
সূচীপাড়া উচ্চ বিদ্যালয়টি ডাকাতিয়া নদীর দক্ষিন পাড়ের একটি বেসরকারী এম.পি.ও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৫৬ ইং সনে প্রতিষ্ঠিত । উক্ত প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকতা হিসাবে দায়িত্ব পালন পূর্বে করেছেন এবং এখনও অনেকে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি এম.পি.ও কোড- ০৭০৭০২১৩০২। ই.আই.আই.এন নম্বর-১০৩৯৬৮। প্রতিষ্ঠানটিতে জে.এস.সি, এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র। প্রতিষ্ঠানটি ০১/০১/২০২৩ ইং হইতে ৩১/১২/২০২৭ ইং তারিখ পর্যন্ত কুমিল্লা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। অত্র প্রতিষ্ঠানে সর্বমোট ২৩ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে ১৮ জন এম.পি.ও ভূক্ত এবং ০২ জন খন্ডকালীন। এছাড়া ০২ জন তৃতীয় শ্রেনি ও ০৫ জন চতুর্থ শ্রেনি সহ মোট কর্মচারী ০৭ জন। বিদ্যালয়ের ২০২২ ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে আইসিটিডি ডিজিটাল ল্যাব এবং বিদ্যালয়টিকে স্কুল অব ফিউচার এর আওতা ভূক্ত করা হয়। প্রতিষ্ঠানটিতে রয়েছে একটি সুসংগঠিত ম্যানেজিং কমিট। আমি প্রধান শিক্ষক, মোঃ হাবিব উল্লাহ, প্রতিষ্ঠানটির সর্বাঙ্গিন উন্নতি কামনা করি।
